বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৬ অক্টোবরের নির্বাচনের জন্য ২৩ পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ হয় ৬০টি। এর মধ্যে জমা হওয়া ৫১টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে আগেরদিন নির্বাচন কমিশন তিনটি মনোনয়ন অবৈধ বলে জানায়। বৈধ হয় ৪৮ মনোনয়নপত্র। বাতিল হওয়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে মঙ্গলবার আপিলের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা বিভাগের আবদুল্লাহ ফুয়াদ রেদুয়ান এবং রাজশাহী বিভাগের হাসিবুল আলম। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে থাকা বিতর্কিত ১৫টি ক্লাবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তাদের। পরে আপিল করলে আবারও বিসিবি নির্বাচনে ভোটাধিকার বৈধতা দেওয়া হয় এ ১৫টি ক্লাবকে। গতকাল ক্লাবগুলোর ভোটাধিকারের বৈধতা চ্যালেঞ্জ করেন সাবেক বিসিবি সভাপতি ও আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ। অবেশেষে হাইকোর্টের রায়ে আবারও বাদ দেওয়া হয় এ...