এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। অনুশীলনের শুরুতেই বিঘ্ন ঘটায় বৃষ্টি। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে অনুশীলন শুরু হয়। এরপর আবার তুমুল বৃষ্টি ও বজ পাতে থামাতে হয় অনুশীলন। হালকা স্ট্রেচিং করে হোটেলে ফেরেন ফুটবলাররা। মিডফিল্ডার সোহেল রানা সিনিয়র বলেন, ‘এত দ্রুত সব টিকিট বিক্রি হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক। সেই সঙ্গে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। সিঙ্গাপুর ম্যাচেও একই ব্যাপার ঘটেছে। দর্শকরা চেয়েছিল ম্যাচটা যেন আমরা জিতি। কিন্তু পারিনি। হংকং ম্যাচটা চাইব ঘরের মাঠে জিততে।’ সোহেল বলেন, ‘দর্শকরা আমাদের সমর্থন করতে মাঠে আসেন। আমরা চাই ম্যাচ জিততে। এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক জিততে হবে।’ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সোহেল বলেন, ‘যত চ্যালেঞ্জ থাকবে দলের জন্য...