সনাতন তথা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যময় এবং উৎসবমুখর ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দুর্গাপূজা বা দুর্গোৎসব অন্যতম। হিন্দুদের ধর্মীয় গ্রন্থ শ্রীশ্রী চণ্ডীতে বলা হয়েছে—‘নিঃশেষদেবগণ শক্তিসমূহমূর্ত্যাঃ’ বা সকল দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তিই হচ্ছেন দেবী দুর্গা। অন্যদিকে শব্দকল্পদ্রুম অনুসারে, ‘দুর্গং নান্ময়তি যা নিত্যং সা দুর্গা সা প্রকীর্তিতা’ অর্থাৎ, দুর্গ নামক অসুরকে যিনি বধ করেন, তিনিই নিত্য দুর্গা নামে অভিহিতা। আবার ‘দুর্গা’ নামক মূল গ্রন্থে উল্লেখ আছে—‘দ’ অক্ষর দৈত্যনাশক, ‘উ’-কার বিঘ্ননাশক, ‘রেফ’ রোগনাশক, ‘গ’ অক্ষর পাপনাশক ও ‘অ’-কার ভয়-শত্রুনাশক। অর্থাৎ, দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয়—শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনিই দুর্গা। এভাবেই একাধিক গ্রন্থে দেবী দুর্গারস্বরূপ এবং সজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। আর কাঙ্ক্ষিত ফল লাভের আশায় শুদ্ধ একাগ্রচিত্তে আরাধনা করাই পূজা। অতএব, দুর্গাপূজা হচ্ছে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া হিন্দু...