ছোট পর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা। নিয়মিত কাজ করে দর্শকদের মুগ্ধ করছেন তিনি। বিশেষ করে অভিনেতা আরশ খানের সঙ্গে তার জুটি নাট্যপ্রেমীদের কাছে আলাদা এক আবেদন তৈরি করেছিল। তবে বেশ কয়েক মাস হলো এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে না। কেন? জানতে চাইলে হাসি চাপা কণ্ঠে তিশা শুধু বললেন, ‘যদি ভালো গল্প পাই, আর আমাদের সময় মেলে তাহলে অবশ্যই আমরা কাজ করব।’বর্তমান সময়ে যখন ভিউ আর ট্রেন্ডই হয়ে উঠেছে সাফল্যের মাপকাঠি, সেখানে তিশার ভাবনা কিছুটা ভিন্ন। তিনি বললেন, ‘নাটকের ভিউ নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। আগেও করিনি, এখনো করি না। কোনো নাটক যদি ভিউ পায়, খুশি হই; না পেলেও মন খারাপ হয় না। আসলে অভিনয়ের সময় যদি আরাম লাগে, চরিত্রে যদি ডুবে যেতে পারি—সেটাতেই আমি সুখী।’ অভিনয়জীবনে তিশার...