বিশেষ আয়োজনে উন্মোচিত হলো ফ্ল্যাগশিপ টেকনো পোভা ৭ প্রো ফাইভজি, আলট্রা-সিøম পোভা সিøম ফাইভজি ও প্রিমিয়াম পোভা কার্ভ ফাইভজি। বৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বহুল প্রতীক্ষিত পোভা ফাইভজি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। উত্তরার সেন্টারপয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে একটি গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে এই উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয়...