কুমিল্লায় আমন মৌসুমে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। চলতি ২০২৫-২৬ অর্থবছরে সারের বরাদ্দ আগের বছরের তুলনায় কম হওয়ায় জেলা জুড়ে কৃষকদের মধ্যে সার সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। অপরদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, চাহিদার তুলনায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কিছু কিছু জায়গায় কৃত্রিম সংকট দেখিয়ে চড়া মূল্যে সার বিক্রির চেষ্টা করা হচ্ছে। এ জন্য আমরা নিয়মিত বাজার পরিদর্শন করছি। বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত প্রতিকেজি সারের দাম ইউরিয়া ২৭ টাকা, টিএসপি ২৭ টাকা, ডিএপি ২১ টাকা এবং এমওপি ২০ টাকা। কিন্তু কৃষকদের অভিযোগ, স্থানীয় ডিলার ও খুচরা বিক্রেতারা সারের সংকট দেখিয়ে প্রতি কেজি ইউরিয়া ৩৩-৩৫ টাকা, টিএসপি ৫৫ টাকা, ডিএপি ৩৫ টাকা এবং এমওপি ৩৩ টাকায় বিক্রি করছেন। খোঁজ নিয়ে জানা যায়,...