পরনে লাল শাড়ি, লম্বা বিনুনি আর সোনালি অলংকারের ঝলক—শুক্রবার সূর্যাস্তের ঠিক সেই মুহূর্তে ‘স্ত্রী’র বেশে হাজির হলেন শ্রদ্ধা কাপুর। উপলক্ষ ম্যাডডক ফিল্মসের নতুন ছবি ‘থামা’র ট্রেলার উন্মোচন। শ্রদ্ধার ‘স্ত্রী’ ছবিকে ঘিরে দর্শকের উন্মাদনা থেকেই তৈরি হয়েছে ম্যাডডকের ‘হরর-কমেডি ইউনিভার্স’। ‘থামা’ দিয়ে শুরু হলো সেই ইউনিভার্সের নতুন অধ্যায়।বান্দ্রা ফোর্টে খোলা আকাশের নিচে, সমুদ্রের হাওয়া আর ঝমঝমে বৃষ্টির মধ্যে মুক্তি পেল ছবির ট্রেলার। আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল অভিনীত ছবির প্রথম ঝলক দেখতে জড়ো হয়েছিলেন বলিউডপ্রেমীরা। উপস্থিত ছিলেন প্রযোজক দিনেশ বিজন, পরিচালক আদিত্য সরপোতদার, অমর কৌশিক, আয়ুষ্মান খুরানাসহ অনেকেই। সে আসরেই উন্মোচিত হয় ‘হরর-কমেডি ইউনিভার্স’-এর অফিশিয়াল লোগো। শ্রদ্ধা কাপুর বলেন, ‘এখন আন্তর্জাতিক ইউনিভার্স ভুলে থাকার সময়। আমাদের আছে দেশি হরর-কমেডি ইউনিভার্স। এটা আমাদের নিজস্ব গল্প ও সংস্কৃতিকে সামনে...