গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। বিক্রি হতে চলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সেটিই হয়তো সত্যি হতে চলেছে। আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনই ইঙ্গিত দিয়েছেন। মোদি এক্সে লিখেছেন, ‘অনেক দিন ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার মালিকপক্ষ সত্যিই (ফ্র্যাঞ্চাইজি) বিক্রি করতে চাইছে। দলটি গত মৌসুমে আইপিএল জিতেছে, বিশাল ফ্যানবেস আছে, দল হিসেবেও ভালো, টিম ম্যানেজমেন্টও দারুণ। সম্ভবত এটাই একমাত্র দল, যেটি পুরোটাই কেনা যাবে। আমি নিশ্চিত বড় কোনো বৈশ্বিক তহবিল বা সার্বভৌম তহবিল এই দলে বিনিয়োগ করতে চাইবে।’ সিএনবিসি টিভি১৮-এর খবরে বলা হয়েছে, ২০০ কোটি ডলারে (২৪ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ টাকায়) কেনা যাবে গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। এতে আগ্রহ দেখিয়েছেন আদর পুনাওয়ালা। ৪৪ বছর বয়সী এই ভারতীয় ধনকুবের বর্তমানে...