০১ অক্টোবর ২০২৫, ০৬:০৪ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৬:০৪ এএম গোলের জন্য মরিয়া চেষ্ঠা করে গেল দুই দলই।তবে সফল হলো না কেউ।এর মাঝেই আত্মঘাতী হলো বেনফিকা। হারে আসর শুরুর পর প্রথম জয়ের দেখা পেল চেলসি। ঘরের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি। প্রথমার্ধে বেনফিকার আত্মঘাতী গোলটিই গড়ে দিয়েছে ব্যবধান। স্টামফোর্ড ব্রিজে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে ৮টি শট নিয়ে ৩টি গোলমুখে রেখেও বেনফিকার জালে বল জড়াতে পারেনি চেলসি। তবে জয়টা ঠিকই পেয়েছে তারা। তাদের গোল উপহার দিয়েছেন প্রতিপক্ষ দলের মিডফিল্ডার রিচার্ড রিওস। ১৮তম মিনিটে গোললাইনের কাছ থেকে গার্নাচোর পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান এ কলম্বিয়ান। পুরো ম্যাচে ৯টি শট নিয়ে ৩টি গোল লক্ষ্য বরাবর রাখতে পারলেও জালের দেখা পায়নি বেনফিকা।...