০১ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ এএম চ্যাম্পিয়নস লীগে ফের আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। চেলসিকে প্রথম ম্যাচে অনায়াসে হারানোর পর বাভারিয়ানরা কাল সাইপ্রাসের ক্লাব পাফোসকে ৫-১ উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। ১টি করে গোল করেছেন রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন ও মাইকেল ওলিসে। সাইপ্রাসের ক্লাব পাফোসের বিপক্ষে পুরো ম্যাচে ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে ২৬টি শট নেয় তারা। যার ১৫টিই ছিল লক্ষ্য বরাবর। ১৫তম মিনিটেই ওলিসের পাস বক্সের ডানপ্রান্তে পেয়ে গোল আদায় করে নেন কেইন। চার মিনিট পর জ্যাকসনের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গেরেইরো। ৩১তম মিনিটে ওলিসের পাস থেকে ব্যবধান ৩-০ করেন জ্যাকসন। দুই মিনিট পরই চলতি চ্যাম্পিয়ন্স লিগে নিজের চতুর্থ গোল আদায়...