মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫-এ প্রধান অতিথি রাজা সাল্টান ইস্কান্দারের রাজকন্যা তুঙ্কু মারিয়ামজের বক্তব্যে বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশি শ্রমিকদের অবদান ও দুই দেশের সাংস্কৃতিক বন্ধন। অনুষ্ঠানে তুঙ্কু মারিয়ামজ ইস্কান্দার বলেন, নির্মাণশিল্প থেকে রেস্তোরাঁ—বাংলাদেশি শ্রমিকদের ঘামেই আধুনিক মালয়েশিয়ার উন্নয়ন সম্ভব হয়েছে। তারা আমাদের নীরব নায়ক। ফেস্টিভ্যালটি আয়োজন করে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) এবং বাংলাদেশ হাইকমিশন। তুঙ্কু মারিয়ামজ বলেন, এ আয়োজন কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং দুই দেশের বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতার প্রতীক। তার ভাষায়, এই উৎসব প্রমাণ করছে, আমাদের সম্পর্ক শুধু অর্থনীতি নয় বরং সংস্কৃতি ও মানুষের হৃদয়ের সেতুবন্ধন। তিনি শ্রমজীবী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে উল্লেখ করেন, মালয়েশিয়ার প্রতিদিনের অনেক সুবিধা তাদের শ্রমের ছোঁয়ায় গড়ে উঠেছে। তিনি বলেন, তাদের ত্যাগ ও কঠোর পরিশ্রম আমাদের গভীর শ্রদ্ধার দাবিদার।...