০১ অক্টোবর ২০২৫, ০৫:৪২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৪২ এএম কাজাখস্তানের দল কাইরাত আলমাতি পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদের কাছে।প্রতিপক্ষে মাঠে একচেটিয়া আধিপত্য দেখাল লস ব্লাংকোরা।আর তাতে চ্যাম্পিয়নস লীগে দ্বিতীয় জয় এল অনায়াসে। কাজাখস্তানের ক্লাবটির মাঠে মঙ্গলবার ৫-০ গোলে জিতেছে জাভি আলোন্সোর দল। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকের পরের গোল দুটি করেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াস।দুই ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বড় জয় পেলেও প্রথম গোলের সুযোগ পেয়েছিল প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলা কাজাখ ক্লাবটিই। ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মাথাতেই থিবো কোর্তোয়ার পরীক্ষা নেন দাস্তান সাতপায়েভে। এক মিনিট পর জর্জিনিও গোলের চেষ্টা করেন। তবে ২৫ মিনিটে শেরখান কালমুরজা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ফাউল করলে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে নেন। ম্যাচের...