যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ভয়েস অব আমেরিকার (ভিওএ) ৫০০-র বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন।এএফপি জানায়, মার্কিন জেলা বিচারক রয়েস ল্যামবার্থ সম্প্রতি এক আদেশে বলেন, ভিওএ কর্মীদের চাকরিচ্যুতির নোটিশ কার্যকর হবে না। আদালত উল্লেখ করে, এ সিদ্ধান্ত ছিল ‘স্বেচ্ছাচারী ও আইনের পরিপন্থি’।ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা কারি লেক ভিওএসহ সরকার-অর্থায়িত মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার উদ্যোগের নেতৃত্ব দেন। চলতি বছরের জুনে শত শত কর্মীকে বরখাস্তের নোটিশ দেওয়া হলেও আদালত তা আটকে দেয়।১৯৪২ সালে প্রতিষ্ঠিত ভিওএ এবং সংশ্লিষ্ট সংস্থা ইউএসএজিএম গণতন্ত্র প্রচার ও বিদেশে মার্কিন বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত। বিচারক ল্যামবার্থ রায়ে ভিওএ’র অনুষ্ঠানমালা পুনরুদ্ধারেরও নির্দেশ দেন।ট্রাম্প এর আগে বারবার ভিওএ’র স্বাধীন সম্পাদকীয় নীতির সমালোচনা করেছেন এবং একে তার প্রশাসনের সমালোচক বলে অভিহিত করেছেন। এএফপি...