মিয়ানমারে সংঘটিত ভয়াবহ অপরাধগুলোর জন্য দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা) মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রগুলোকে জরুরিভাবে মিয়ানমারে অস্ত্রে প্রবাহ বন্ধ করতে হবে। মিয়ানমারের ব্যক্তি ও কোম্পানিগুলোর ওপর একাধিক দেশ এবং একটি আঞ্চলিক সংস্থার আরোপিত লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞাকে আমি স্বাগত জানাই। তুর্ক বলেন, রোহিঙ্গাদের জীবন রক্ষায় আন্তর্জাতিক আদালত যে অস্থায়ী ব্যবস্থা আরোপ করেছে, তা সম্পূর্ণভাবে মান্য করা জরুরি। একইসঙ্গে সেনাবাহিনী, আরাকান আর্মি এবং অন্যান্য পক্ষের দ্বারা সংঘটিত গুরুতর লঙ্ঘন ও নির্যাতনের জন্য পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। আমি পুনরায় আহ্বান জানাচ্ছি, নিরাপত্তা পরিষদ...