রাজধানীর ভাটারায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের নাম আনার (৫০), সে জোয়ারসাহারা এলাকায় পরিচ্ছন্নকর্মীর কাজ করে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসে (ওসিসি) চিকিৎসাধীন। শিশুটির বাবা জানিয়েছেন, তার দুই ছেলে-মেয়ে। ছোট ছেলের বয়স দুই বছর। তিনি একটি হোটেলে কাজ করেন। তার স্ত্রী ছোট ছেলেকে নিয়ে বাসাবাড়িতে বুয়ার কাজ করেন। মেয়েটি বাসায় একাই থাকতো। মেয়ে ধর্ষণের অভিযোগ তুলে বাবা বলেন, গত শনিবার দুপুরে আমাদের এলাকার প্রতিবেশী আনার (৫০) খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ঢুকে জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষণ করে রক্তাক্ত জখম করে এবং তাকে ভয়ভীতি দেখায়। পরে পরে বাচ্চার মা বাসায় এসে দেখে, মেয়েকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে। পরে ঘটনাটি জানাজানি...