মঙ্গলবার বিকেলে প্রথম বৃষ্টি থামতেই মাঠে উপস্থিত স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। কোচিং স্টাফদের নিয়ে জাতীয় স্টেডিয়ামের মাঠ প্রস্তুত করলেন অনুশীলন সেশনের জন্য। একে একে মাঠে আসতে শুরু করলেন ফুটবলাররা। তবে ১৫ মিনিট যেতে না যেতেই কাকভেজা হয়ে তড়িঘড়ি সাজঘরে ফিরতে হলো তাদের। সব কূল ভাসিয়ে দেওয়া বৃষ্টি, সঙ্গে থেমে থেমে ভয় ধরানো বজ্রপাত আর মাঠে আসারই সুযোগ দেয়নি। হংকং চায়নার বিপক্ষে ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির প্রথম দিনটা ভেসে গেল বৃষ্টিতে। বৃষ্টির দখলদারিত্বের আগে অবশ্য হংকংকে নিজেদের উঠানে হারানোর প্রত্যয় শোনা গেল গোলকিপার মিতুল মারমা ও অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানার কণ্ঠে। প্রথম দিনে মাঠের অনুশীলন ভেস্তে গেলেও একটা সুখবর পেয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে মোহামেডান রাজি হয়েছে তাদের ৬ ফুটবলারকে ক্যাম্পে...