বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেছেন, গত কয়েক বছরে আর্থিক খাতে আমরা অনেক অলিগার্ক তৈরি করেছি। শত শত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে। ১০-১২টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করা হয়েছে। তাদের সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় খাতে নিয়ে আসতে হবে। তিনি বলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে। তবে গণহারে সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা কোনো সমাধান নয়। এই ১০-১২ জনের অ্যাকাউন্ট জব্দের বাইরে কারও এভাবে জব্দ করা উচিত নয়। এটি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলমের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি. রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন ড....