ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রামন সিমন্ডস। মাত্র ১৫ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। জেডিয়া ব্লেডস নেন ২ উইকেট। আকিল হোসেন ও জেসন হোল্ডার পান একটি করে সাফল্য। উইকেট না পেলেও কাইল মেয়ার্স, কারিমা গোর ও নাভিন বিদাইসি ছিলেন কৃপণ।জবাবে ১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ আগ্রাসী শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কোনো উইকেট না হারিয়ে ১২.২ ওভারেই ম্যাচ শেষ করে দেন দুই ওপেনার। আমির জানগু ৪৫ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা। অন্য প্রান্তে আকিম অগাস্টের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪১ রান।নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবল ওয়েস্ট ইন্ডিজশেষ ম্যাচে ক্যারিবীয়দের জয়ে সিরিজে ব্যবধান কমেছে বটে, তবে ঐতিহাসিক অর্জনটা নেপালের হাতেই থেকে গেল। পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম...