বাংলাদেশে ‘কোর্ট ম্যারেজ’ শব্দটি বহুল প্রচলিত। প্রায়শই শোনা যায় “আমরা কোর্ট ম্যারেজ করেছি।” কিন্তু বাস্তবে আদালতে বা কোর্টে কোনো বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় না। এমনকি এটি দেওয়ানী বা ফৌজদারী আদালতের এখতিয়ারভুক্ত কোনো বিষয়ও নয়। তবুও কেন এ শব্দটি প্রচলিত হলো এবং এর প্রকৃত তাৎপর্য কী, সে বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। প্রথমেই স্পষ্ট করা দরকার, আদালত কক্ষ বা কোর্টে কোনো ধর্মাবলম্বীর বিবাহ অনুষ্ঠান হয় না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই বিয়ে হয় তাদের নিজ নিজ ব্যক্তিগত আইন ও ধর্মীয় রীতি অনুসারে। আদালত কেবল বিবাহ-সংক্রান্ত নির্দিষ্ট কিছু বিষয়ে পরবর্তী ধাপে ভূমিকা রাখতে পারে, কিন্তু সরাসরি বিবাহ অনুষ্ঠান নয়। মুসলিম বিবাহ কোনো ধর্মীয় সংস্কার নয়, বরং এটি একটি দেওয়ানী চুক্তি (সিভিল কন্ট্রাক্ট)।শর্তগুলো হলো: বর ও কনে প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের হতে হবে...