বাংলাদেশে দীর্ঘদিন ধরেই দেওয়ানি মামলা দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত। এমনকি একটি প্রবাদ প্রচলিত আছে “যদি কাউকে স্থায়ীভাবে ক্ষতি করতে হয়, তবে তাকে দেওয়ানি মামলায় জড়িয়ে দাও।” কারণ, একবার কোনো ব্যক্তি দেওয়ানি মামলায় জড়িয়ে পড়লে জীবদ্দশায় মামলার নিষ্পত্তি দেখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, এসব মামলা চালাতে গিয়ে বহু মানুষ সর্বশান্ত হয়ে পড়ে। তবে ভূমি মালিকদের জন্য এসেছে সুখবর। অন্তর্বর্তীকালীন সরকার এমন এক প্রতিকার ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে বহু পুরনো বা সাম্প্রতিক ভূমি-সংক্রান্ত সমস্যা সহজেই সমাধান করা যাবে। আর এজন্য আর বছরের পর বছর আদালতে ঘুরতে হবে না কিংবা বিপুল অর্থ ব্যয় করতেও হবে না। বর্তমানে দেশে প্রায় ২৫ লাখ দেওয়ানি মামলা ঝুলে আছে। এর সিংহভাগই ভূমি রেকর্ড-সংক্রান্ত। রেকর্ড সংশোধনের প্রয়োজনে মামলা করতে হয়েছে অনেককেই। দলিলে...