ঢাকা মহানগরীর খিলগাঁও থানার আলোচিত ৯ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ ফারুক ফকির’কে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।তিনি বলেন, র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর খিলগাও থানার মামলা নং-৪৯, তারিখ ২০ মার্চ ২০২৫ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৯(১)/৩০ মামলার এহাজার নামীয় ০১ নং প্রধান আসামী মোঃ ফারুক ফকির চট্টগ্রাম মহানগনীর বন্দর থানা এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগনীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ফারুক ফকির (৬৭), পিতা-সুজাদ্দিন ফকির, সাং-ফকির বাড়ী কপালভেড়া, থানা নলছিটি, জেলা-ঝালকাঠি’কে...