‘শাপলা’র বিকল্প প্রতীকের প্রস্তাব চেয়ে এনসিপিকে চিঠি রাজনৈতিক দল এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একরকম তালগোল পাকিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব সিদ্ধান্ত নিতে ইসির নিজস্ব কর্মকর্তাদের ওপর পুরোপুরি ভরসা করতে পারছে না কমিশন। ‘বিকল্প পদ্ধতিতে’ তথ্য অনুসন্ধান করেও সুরাহা হচ্ছে না। উলটো জটিলতা বাড়ছে। এর একটি হচ্ছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন। ৭৩টি পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশের পর বিতর্কের মুখে আবারও নিবন্ধন প্রক্রিয়া যাচাইয়ের চিন্তা করছে কমিশন। বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ইসি মনে করছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষক সংস্থার তালিকা আরও ছোট হয়ে এলে নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। এদিকে রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে ইসির সিদ্ধান্তে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার...