আজ ১ অক্টোবর ‘বিশ্ব প্রবীণ দিবস’। বিগত বছরগুলোর মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে দিবসটি পালন হবে। এবার দিবসটির প্রতিপাদ্য হলো-‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখব আগলে’। দিনটিতে প্রবীণদের নিয়ে সেমিনার, সমাবেশ, র্যালি আলোচনা সভা হয়। তাদের সেবা, যত্ন, ভরণপোষণের ওপর গুরুত্বারোপ করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি হয় না। আগের মতোই চলতে থাকে। প্রবীণদের সেবাযত্ন ভরণপোষণ আইন কার্যকরী করতে সীমাহীন উদাসীনতা লক্ষ করা যায়। অধিকাংশ প্রবীণকে অযত্ন, অবহেলা ও অর্থাভাবে কাটাতে হয়। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে গত দুই দিন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ এবং জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে থাকা অর্ধশতাধিক প্রবীণের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। প্রবীণ হিতৈষী সংঘে প্রবীণ হাসপাতাল ও বৃদ্ধাশ্রম রয়েছে। বেলা সোয়া ১২টায় সেখানে প্রবেশ করতেই চোখে পড়ে ৮৫ বছর বয়সি...