বিশেষজ্ঞ মতামত এবং নানা সমীক্ষা বলছে, দেশে গ্যাসের মজুত এখন ৮ থেকে ৯ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট)। গ্যাসের নতুন মজুত আবিষ্কার করে উৎপাদন সক্ষমতা না বাড়ানো গেলে এই মজুত আগামী ১০-১১ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। বর্তমানে গ্যাসের চাহিদা প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে উৎপাদন ২৭০০ থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট। আমদানিকৃত এলএনজিসহ এই হিসাব বলে জানিয়েছে পেট্রোবাংলা। গ্যাস সংকট সমাধানে ২টি এলএনজি টার্মিনাল করার প্রক্রিয়া চলমান। এটি হলে আরও ১২শ মিলিয়ন এলএনজি সরবরাহ করা যাবে। সূত্র জানায়, পেট্রোবাংলা অনেক দিন থেকেই বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান করছে। কিন্তু এখন পর্যন্ত নতুন বড় ফিল্ড শনাক্ত হয়নি। ছোট আকারে বেশ কিছু কূপ পাওয়া গেছে। এগুলোতে কিছু গ্যাস মিলেছে। তবে তা চাহিদার তুলনায় খুব বেশি নয়। তাদের মতে বর্তমানে প্রয়োজন বড় গ্যাস ফিল্ড। যেখান...