ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটার টানতে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি। তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চায় দলটি। এ লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত নারী ও শিশু অধিকার ফোরামের দুই শীর্ষ নেত্রীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটি সারা দেশে দলীয় সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর, সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্যদের পাশাপাশি নারী ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে প্রথমে জেলাভিত্তিক মতবিনিময় করবে। এরপর সাবেক নারী জনপ্রতিনিধিরা আসনভিত্তিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়বেন। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধি, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, বিগত বিএনপি সরকারের আমলে নানা যুগান্তকারী পদক্ষেপ ‘ডোর টু ডোর’ গিয়ে নারীদের কাছে তুলে ধরা হবে। এ কাজে সহায়তা করবেন স্থানীয় নারী নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে...