মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি সাড়া দেওয়ার জন্য হামাসের কাছে 'তিন বা চার দিন' সময় আছে। তিনি সাংবাদিকদের জানান, ইসরায়েলি ও আরব নেতারা ইততোমধ্যেই এই পরিকল্পনা গ্রহণ করেছেন। খবর আলজাজিরার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, হামাস হয় তা করবে, অথবা করবে না। এবং যদি তা না হয়, তবে এটি অত্যন্ত দুঃখজনক পরিণতি হবে। তিনি আরও বলেন, প্রস্তাবটি নিয়ে আলোচনার সুযোগ বেশি কিছু নয়। ট্রাম্প এই পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। এদিকে, হোয়াইট হাউস ট্রাম্পের দেওয়া ২০ দফা নথিটি প্রকাশ করেছে। প্রস্তাবনা অনুযায়ী— গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। হামাস কর্তৃক বন্ধি ইসরায়েলিদের সঙ্গে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের বন্ধি বিনিময় করতে হবে। হামাসকে নিরস্ত্র হতে হবে ও গাজা...