তিন দিন আগের পরাজয়ের ধাক্কা সামলে জয়ে ফেরা হলো না লিভারপুলের। বরং আবার পেল সেই তেতো স্বাদ। এবার তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে দিল গালাতাসারাই। ঘরের মাঠে মঙ্গলবার রাতে লিগ পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে তুরস্কের ক্লাবটি। একমাত্র গোলটি করেছেন ভিক্টর ওসিমেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর, গত শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অন্তিম সময়ের গোলে হেরে যায় লিভারপুল। জয়ের পথে ফেরার আশায় মাঠে নেমে ফের জোর ধাক্কা খেল দলটি। সেই সঙ্গে মূল গোলরক্ষক আলিসনের ম্যাচের মাঝপথে মাঠ ছেড়ে যাওয়াও বড় দুর্ভাবনার দলটির জন্য। আসরে প্রথম জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠেছে গালাতাসারাই। সমান পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিভারপুল। চতুর্দশ মিনিটে গোল পেতে পারত লিভারপুল; কিন্তু কোডি হাকপোর শট গোললাইনে প্রতিহত হয়। এরপরই উল্টো...