আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমল বেশ। রক্ষণে দৃঢ়তা দেখাল দুই দলই। এর মাঝেই আত্মঘাতী হলো বেনফিকা। হারে আসর শুরুর পর প্রথম জয়ের দেখা পেল চেলসি। ঘরের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি। প্রথমার্ধে বেনফিকার আত্মঘাতী গোলটিই গড়ে দিয়েছে ব্যবধান। জয়ের আনন্দের মাঝেই চেলসির জন্য অস্বস্তির কাঁটা হয়ে এসেছে জোয়াও পেদ্রোর লাল কার্ড। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ডের মতো বাকি থাকতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। পরের ম্যাচে আয়াক্সের বিপক্ষে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাবে না চেলসি। ২০২৩ সালের মার্চের পর চ্যাম্পিয়ন্স লিগে চেলসির প্রথম জয় এটি। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে উঠেছে চেলসি। বেনফিকার পয়েন্ট শূন্য। এই ম্যাচ দিয়ে লম্বা সময় পর স্ট্যামফোর্ড ব্রিজে ফেরেন চেলসির একসময়ের কোচ জোসে মরিনিয়ো। ম্যাচের একপর্যায়ে বেনফিকা...