জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয়বার ১২ দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ চারটি দল। অন্য দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। বুধবার (১ অক্টোবর) থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভিন্ন ভিন্ন গণসংযোগ, গণমিছিলসহ নানা কর্মসূচি পালন করবে দলগুলো। মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ১ থেকে ৯ অক্টোবর ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনে গণসংযোগ। ১০ অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। এছাড়াও মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক, সেমিনারের আয়োজন করছে দলগুলো। এর আগেও ৫ দফা দাবিতে গত মাসে ৩ দিনের কর্মসূচি পালন করেছিলেন দলগুলোর নেতারা।আরও পড়ুনআরও পড়ুননির্বাচনে ফ্যাসিস্ট শক্তি মোকাবিলাই...