কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে দুটি ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায় তারা। টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানান, সকালে কায়ুকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার সাগরে মাছ শিকারে যায়। এর মধ্যে মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। সাজেদ আহমেদ বলেন, ‘বারবার এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি।’ স্থানীয় জেলে নুর কালাম বলেন, ‘মাছ ধরার একপর্যায়ে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা ট্রলারে উঠে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। প্রায়ই এ ধরনের ঘটনা...