সুন্দরবনে কুমিরের আক্রমণে সুভ্রত মণ্ডল (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ জেলের খোঁজে তল্লাশি চালাতে বনে যাওয়া ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতি বলেন, আমরা খালে দেখেছি কুমিরের মুখে সুভ্রতকে। তবে কুমির খায়নি, মুখে নিয়ে ঘুরছিল। ভাটার সময় পানি কমে এলে আমরা খালে নেমে তল্লাশি শুরু করেছি। রাত হয়ে যাওয়ায় আলোর ব্যবস্থা করে এখনো খোঁজ চলছে। সুভ্রত মণ্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। তিনি সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। সুব্রতর সঙ্গে বনে যাওয়া জুয়েল সরদার বলেন, সুভ্রত মণ্ডল দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ, প্রধানত কাঁকড়া ধরে সংসার চালাতেন। বন বিভাগ ও স্থানীয়...