মৃত ব্যক্তির ব্যাংক হিসাব বা সঞ্চয়পত্রের টাকা আসলে কে পাবেন, নমিনী নাকি আইনানুগ ওয়ারিশ? এ নিয়ে দীর্ঘদিন ধরেই ধোঁয়াশা বিরাজ করছে। সংশ্লিষ্ট আইনে অস্পষ্টতা এবং হাইকোর্টের ভিন্ন ভিন্ন রায়ে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। ফলে অনেকেই দ্বিধায় পড়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন। ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, ইনস্যুরেন্স, পেনশন বা প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ক্ষেত্রে হিসাবধারীরা একজন বা একাধিক ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে মনোনীত করতে পারেন, যাকে বলা হয় নমিনী। অধিকাংশ সময় এটি আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হয়। কিন্তু হিসাবধারীর মৃত্যুর পর প্রায়ই নমিনী বনাম ওয়ারিশদের মধ্যে আইনি বিরোধ দেখা দেয়। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মৃত ব্যক্তির টাকাগুলো নমিনির কাছে হস্তান্তর করবে। একই ধরনের বিধান অন্যান্য আইনেও আছে। তবে মুসলিম উত্তরাধিকার আইন বলছে, সম্পত্তি ওয়ারিশদের মধ্যে বণ্টন হতে হবে। এ...