রোহিঙ্গা সংকট শুরু হওয়ার আট বছর পার হলেও তাদের দুর্দশা অব্যাহত রয়েছে। গণহত্যার শিকার এ জনগোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের অভাব এবং তহবিল ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনূস জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের মূল সূত্রপাত মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই খুঁজতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারের ওপর কার্যকর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে, যাতে অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয় এবং রাখাইনে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন শুরু করা যায়। প্রধান উপদেষ্টার মতে, এই সংকটের কারণে দেশটি বিশাল আর্থিক, সামাজিক ও পরিবেশগত ব্যয় বহন করছে। পাশাপাশি অপরাধীচক্র, বিশেষ করে মাদক ব্যবসা ও সীমান্তবর্তী অপরাধ কার্যক্রম সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে। রোহিঙ্গা সংকট নিরসনে তিনি কয়েকটি সুপারিশ তুলে ধরেছে— রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ...