গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার আসলে আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি মনে করি অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের নেতৃত্বে বসানো যেতে পারে। এমনকি প্রধান উপদেষ্টা চাইলে নিজেও দলের প্রধান হতে পারেন।” তিনি আরও যোগ করেন, “অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ হয়েছে। এবার তারা চাইলে পুনর্গঠনের দায়িত্বও নিতে পারে। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণকে ধোঁকা দেওয়ার প্রয়োজন নেই।” তার পোস্টের সঙ্গে একটি জাতীয় দৈনিকের ফটোকার্ডও যুক্ত ছিল। সেখানে উল্লেখ করা হয়,...