আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। এর আগে তফসিল ঘোষণার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার রাতের সময় এই দুটি ইন্টারনেটভিত্তিক অ্যাপ ব্যবহারের গতি কমিয়ে আনার পরিকল্পনা করছে। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জনের মোবাইল ফোন জব্দ করা হলে দেখা যায়, তাদের মধ্যে ১৫০ জনেরও বেশি টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করতেন। এসব অ্যাপ ব্যবহার করে তারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন সভায় অংশগ্রহণ করতেন। বৈঠকে আলোচনা হয়, আপাতত রাতের বেলায় অ্যাপ দুটির ব্যবহার সীমিত করার সম্ভাবনা যাচাই করবে...