শক্ত বিরোধী দল না থাকলে, গণতন্ত্র যে সুসংহত হতে পারে না, সে ব্যাপারে কারো তেমন চিন্তা নেই। আর বিরোধী দলে গিয়ে বেশি কিছু করা যায়, এমন প্রত্যাশাও কেউ করে না। ফলে কেউ বিরোধী দল হতেও চায় না। একই ভুল, বিগত সরকার করেছিল বছরের পর বছর। পরিণতি কী হয়েছে, সবাই জানেন। যে ক্ষমতায় যেতে চায় বা যাবে, সে কেবল সংসদে নয় দেশের প্রত্যন্ত অঞ্চলের বাজার কমিটির নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা চায়। ছাত্র সংসদ নির্বাচনেও সে বিরোধী দলে তথা পিছিয়ে পড়া জনতার কাতারে থাকতে নারাজ। ‘হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু-পক্ষীর দিকে’। মহান মুক্তিযুদ্ধে অগণিত ত্যাগ ও সংগ্রামের পর আমরা স্বাধীন দেশ পেলাম। তখন ক্ষমতায় এলো আওয়ামী লীগ। ক্ষমতার স্বাদ পেতে না পেতেই তারা বিরোধী দল ও মত নিপাত শুরু করে।...