অপরিকল্পিতভাবে একটি নদীর পাড়ে এসব ঘর নির্মাণ করায় এখানে ঘরগুলো ফাঁকা পড়ে আছে বলে ভুক্তভোগীরা মনে করছেন। জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামে বুড়াইল নদীর পাড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের থাকার জন্য ২৮টি ঘর নির্মাণ করা হয়। যে ঘরগুলো সরকারের উপহারের ঘর হিসেবে পরিচিতি ছিল। যার প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৭১ হাজার টাকা। বেশিরভাগ ঘর বরাদ্দ দেওয়া হয় পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকার অস্থায়ী বাসিন্দাদের। তবে বরাদ্দ পেয়ে সেসব ঘরে ওঠার পর বছরখানেক যেতে না যেতেই সেখান থেকে একে একে চলে গেছেন সবাই। সরেজমিনে ওই প্রকল্প এলাকায় দেখা যায়, প্রতিটি ঘর তালাবদ্ধ। মাত্র কয়েকটি ঘরে যাওয়ার জন্য রাস্তা থাকলেও বেশিরভাগ ঘরে যাওয়ার রাস্তা নেই। অন্যের বাড়ির ভেতর দিয়ে যেতে হয়।...