ফিলিস্তিনের গাজায় ২০২৩ সাল থেকে শুরু হওয়া সংঘাতে ইতিমধ্যে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি ইসরায়েলের ত্রাণ অবরোধের কারণে অঞ্চলটিতে সৃষ্টি হয়েছে চরম মানবিক সংকট। বিশ্ব জুড়ে তাই গাজা যুদ্ধ বন্ধে তৎপরতা বেড়েছে। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ২০ দফা প্রস্তাবনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবে বলা হয়েছে, উভয়পক্ষ সম্মত হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ শেষ হবে। ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দেওয়া হবে এবং বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে। প্রস্তাব অনুসারে, গাজা উপত্যকা সাময়িকভাবে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের অধীনে পরিচালিত হবে, যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং ইসরায়েল গাজা দখল করবে না। হোয়াইট হাউজ বলছে, এটি ফিলিস্তিনি জনগণের আকাক্সক্ষার স্বীকৃতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী...