চলছে সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আর শারদীয় উৎসব মানেই যেন শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলার মাঝে হঠাৎ হঠাৎ কালো মেঘের হানা। কখনো কখনো বৃষ্টি-বাদলের অঝোরধারা। তবু থেমে থাকে না আয়োজন কিংবা উল্লাস-কলরব। সনাতন ধর্মের অনুসারীরা এ সময়ের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন। মা দেবী দুর্গার আগমনে ঢাকের বোল, শাঁখের ধ্বনি, কাঁসার থাল বেজে ওঠে প্রাণ খুলে। এবারও হচ্ছে না ব্যতিক্রম। বৈরী পরিবেশের মধ্যেই কেটে গেছে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী। আজ নবমী। প্রতিবারের মতো এবারের দুর্গাপূজা নিয়েও নানা পরিকল্পনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। পূজা মানেই তার কাছে পরিবারের সঙ্গে আনন্দমুখর সময় কাটানো। পরিকল্পনামাফিক আনন্দঘন পরিবেশেই কাটাচ্ছেন এবারের দুর্গোৎসব। এরই মধ্যে স্বামী ও পরিজনদের নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন রকমারি সাজে।...