দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব, যেখানে দেবীর আরাধনা মিশে যায় উৎসবের রঙে। দেবী দুর্গার পৌরাণিক শক্তি, মহিষাসুরের বিরুদ্ধে জয় আর পূজার উদ্দীপনা নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব দুর্গাপূজা এই নামটি শুনলেই মনে ভেসে ওঠে আলোর ঝলমলে প্যান্ডেল, মাটির মূর্তির অপরূপ সৌন্দর্য, ঢাকের বাজনা এবং ভক্তিভাবের এক অপার্থিব আবহ। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সাংস্কৃতিক মহোৎসব, যা পূর্ব ভারতের জীবনধারার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রতি বছর আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর) এই উৎসব দশ দিন ধরে পালিত হয় এবং বিজয়া দশমীতে সমাপ্ত হয়। কিন্তু এই উৎসবের উৎপত্তি কোথায়? কীভাবে একটি প্রাচীন পৌরাণিক কাহিনি থেকে এটি আজকের বিশাল সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে? এই নিবন্ধে আমরা দুর্গাপূজার উৎপত্তির গভীরতায় প্রবেশ করব, পৌরাণিক কাহিনি থেকে শুরু করে ঐতিহাসিক বিবর্তন এবং আধুনিক রূপ পর্যন্ত। এটি একটি...