কোরআনে শতাধিকবার হৃদয়ের কথা বলা হয়েছে। মহান আল্লাহ হৃদয়কে ইমান, চিন্তা, অনুভূতি ও নৈতিকতার আসন হিসেবে বানিয়েছেন। তাই কোরআনে যখন কলব বা হৃদয়ের কথা বলা হয়, তখন সেটার অর্থ দাঁড়ায় মানুষের ভেতরের সেই নিয়ন্ত্রণকেন্দ্র, যেখান থেকে আচরণ, নীতি, দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের জন্ম হয়। রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসে হৃদয়ের গুরুত্ব অনন্যভাবে ফুটে উঠেছে। তিনি বলেছেন, ‘মানুষের দেহে এক টুকরা গোশত আছে, সেটি ভালো হলে পুরো দেহ ভালো হয়। আর সেটি নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায়। আর সেটিই হলো কলব বা হৃদয়। (সহিহ মুসলিম) এই হাদিস প্রমাণ করে, মানুষের চরিত্র, আমল ও আচার-আচরণের শেকড় হৃদয়ে প্রোথিত। তবে বুদ্ধিমত্তার আধার হৃদয় নাকি মস্কিষ্ক, এটা নিয়ে মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে মস্তিষ্কই বুদ্ধিমত্তার আধার। ইমাম শাফেয়ি (রহ.)-এরে মতে হৃদয়ই বুদ্ধিমত্তার আধার।...