কাজাখস্তানের দল কাইরাত আলমাতি পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদের কাছে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিক করেছেন কাইলিয়ান এমবাপে। ফরাসি তারকার আলো ছড়ানোর ম্যাচে আলমাতিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জাভি আলোন্সোর দল। আলমাতি অর্টালিক স্টেডিয়ামে এমবাপের হ্যাটট্রিকের পাশাপাশি মাদ্রিদের অন্য দুটি গোল করেছেন এডুয়ার্ডো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ। শক্তিমত্তায় এগিয়ে থাকা রিয়াল জালের দেখা পেয়েছে ২৫ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের জালে বাকি ৪ গোল দেয় রিয়াল। ৫২ মিনিটে দ্বিতীয় এবং ৭৩ মিনিটে...