মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন দীপ্তি শর্মা। ব্যাটে-বলে আলো ছড়িয়ে হয়েছেন ম্যাচসেরা। তার অলরাউন্ড নৈপুন্যে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়েছে ভারত। গৌহাটিতে উদ্বোধনী দিনে হানা দিয়েছিল বৃষ্টি। বাধা কাটিয়ে ৩ ওভার কমিয়ে খেলা গড়ায়। আগে ব্যাটে নামা ভারত বেধে দেয়া ৪৭ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান করেন। জবাবে নেমে লঙ্কান মেয়েরা থামে ৪৫.৪ ওভারে ২১১ রানে। দীপ্তি ব্যাট হাতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫৩ বলে ৫৩ রান করেন তিনি। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন আমানজোত কৌর। এছাড়া হারলান দেওল ৪৮ রান, প্রাতিকা রাওয়াল ৩৭ এবং স্নেহ রানা ২৮ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে ইনোকা...