ঢাকা:বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের অন্যতম হোতা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত ৪ মে মামলা করা হয়। পরে গত ১৪ জুলাই ধানমন্ডি এলাকা থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, তদন্তে বেরিয়ে আসে, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণা করে অর্জিত অর্থ দিয়ে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ১২২.৪৫ শতাংশ জমি ক্রয় করেন। এর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪২ কোটি ৮৫ লাখ টাকা। সিআইডির...