মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা।রাত ৮টা ৪০ মিনিটে জুম্ম ছাত্র জনতা নামক ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। মূলত শারদীয় দুর্গোৎসব এবং ৮ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়। জুম্ম ছাত্র জনতা'র প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। অবরোধকে কেন্দ্র করে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিনজন নিহত ও অনেকে আহত হন। গুইমারায় রামসু বাজারসহ বহু ঘরবাড়ি ও অফিসে অগ্নিসংযোগ করা হয়। মঙ্গলবার দুপুরে গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন এবং অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এদিকে...