নারী বিশ্বকাপে শুভসূচনা করল ভারতীয় নারীরা। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে দারুণ লড়াইয়ের পর বল হাতে নিয়ন্ত্রিত আক্রমণ—দুটির সমন্বয়েই শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছে হারমনপ্রীত কৌরের দল।প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ২৬৯/৮ রান তুলে ভারত। ডাকওয়ার্থ-লুইস নিয়মে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭১। তবে নির্ধারিত রান ছুঁতে পারেনি লঙ্কানরা; ২১১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।শুরুটা একেবারেই স্বস্তির ছিল না ভারতের জন্য। ওপেনার স্মৃতি মান্ধানা দ্রুত ফিরতেই চাপ তৈরি হয়। প্রীতিকা রাওয়াল ও হরলিন দিওল মিলে ৬৭ রানের জুটি গড়লেও ইনোকা রানাওয়ীরার ঘূর্ণিতে ভেঙে পড়ে মিডল অর্ডার। এক ওভারেই তিনটি উইকেট তুলে নিয়ে ভারতকে কোণঠাসা করে দেন লঙ্কান স্পিনার। স্কোরবোর্ডে তখন ভারতের রান ১২৪/৬।সেখান থেকে ঘুরে দাঁড়ান অমনজোত কৌর ও দীপ্তি শর্মা। দুজনের শতরান জুটিতে স্থিতিশীল হয় ভারতীয়...