‘সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শ্বাসকষ্টে কাতর তিনি। তবু তার হাত শক্ত করে আটকানো লোহার হাতকড়ায়।’ সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক এই মন্ত্রীর এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন একজন অসুস্থ, প্রায় অচেতন কিংবা মৃত্যুপথযাত্রী বন্দির হাতে হাতকড়া থাকার প্রয়োজন নিয়ে। এমন পরিস্থিতিতে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। একইসঙ্গে একজন মৃত ব্যক্তিকে নিয়ে অপপ্রচার না করার অনুরোধও জানিয়েছে জেল কর্তৃপক্ষ। মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবী জানায় জেল কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসাধীন অবস্থায়...