আজ বুধবার (১ অক্টোবর) দেশবরেণ্য প্রবীণ রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন ! তিনি ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান। ড. মোশাররফ প্রথিতযশা ভূ-বিজ্ঞানী, গবেষক, লেখক ও কলামিষ্ট। বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মবহুল জীবনে তাঁর ঝুলিতে অর্জনের ভাণ্ডার বিশাল। তিন মেয়াদে মন্ত্রী ও ৪বার এমপি থাকাকালে নির্বাচনী এলাকায় দাউদকান্দি পৌরসভা ও নতুন উপজেলা তিতাস প্রতিষ্ঠাতা, ড.মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে ২টি কলেজ,৩টি হাইস্কুল,১টি দাখিল মাদরাসা, ১টি নূরানী মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি প্রয়োজনীয় ব্রিজ-কালভার্ট নির্মাণ, প্রচুরসংখ্যক গ্রামীণ পাঁকা সড়ক তৈরী, দাউদকান্দিতে বিশাল পৌরভবন নির্মাণ, শহীদনগরে ট্রমা সেন্টার,...