বিকাল থেকে ঝুম বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটালেও, পূজার আনন্দে বাধ সাধতে পারেনি। বৃষ্টি উপেক্ষা করেই মহাঅষ্টমীর সন্ধ্যায় রমনার কালী মন্দিরে লোকজনের ভিড় দেখা যায়। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে যাত্রাপালার পরিবেশনা দুর্গোৎসবে বাড়তি আনন্দ যোগ করে। সকাল থেকে কুমারী পূজা, দেবীর আরাধনার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে দেবী দর্শন করেন ভক্তরা। কেউ কেউ হৈ-হল্লুড় এবং আনন্দ আড্ডায় মাতেন। স্বপরিবারে রমনা কালী মন্দিরে এসেছিলেন ব্রজমোহন দাশ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছরই পূজায় অষ্টমী আর নবমীতে ঢাকার বড় বড় সব মণ্ডপেই যাওয়া হয়। অনেক আনন্দ করি। সেই সাথে দেবীর কাছে সকলের জন্য প্রার্থনাও করি।” বাংলা একাডেমির উল্টোদিকে মন্দিরে প্রবেশের পথেই বিড়ম্বনায় পড়তে হয় সড়কের দুই পাশে সব খাবারের দোকান থাকায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অচিন্ত্য চক্রবর্তী নামে একজন বলেন,...