মার্কিন পৃষ্ঠপোষকতায় আরেকটি ‘শান্তি পরিকল্পনা’ সামনে আনা হল, এবার ২০ দফার। আগেরবারের ব্যর্থ কূটনীতির মতই এটি এসেছে ব্যর্থতার পূর্বাভাস নিয়ে। গাজার ধ্বংসস্তূপ আর দশকের পর দশক ধরে চলা ব্যর্থ আলোচনার ভেতর থেকে আসা এই প্রস্তাবকে ‘স্থিতিশীলতার পথ’ হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু একটু নজর বোলালেই বোঝা যায়, এটা শান্তির রূপরেখা নয়; বরং সংঘাতের মূলে থাকা অবিচারগুলোকে দীর্ঘস্থায়ী করার উপায়। যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হওয়ার আগে কিছু জরুরি প্রশ্নের উত্তর প্রয়োজন। যে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ও আন্তর্জাতিক আদালতে জবাবদিহি থেকে রক্ষা করে, সেই দেশ কী করে ‘সৎ মধ্যস্থতাকারী’ হতে পারে? এটি মধ্যস্থতা নয়; চাপিয়ে দেওয়া। সব দুর্বলতা নিয়েও জাতিসংঘ একটি বহুপক্ষীয় মঞ্চ, যেখানে আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক ঐকমত্যের প্রাধান্য থাকার...